কালিগঞ্জের হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ ও স্কুল সামগ্রী বিতরণ করলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
প্রতি বছরের ন্যায় এবারও হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ প্রদান করলেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জননেতা জি এম আব্দুল হাকিম। ২ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলার উজ্জীবনই ইনিস্টিটিউটের আয়োজনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে নগত অর্থ, অভিধান, স্কুল ব্যাগ, খাতা-কলম, কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল হাকিম। স্কুলের শিক্ষক শেখ মোস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। এসময় উপস্থিত ছিলেন উজ্জীবনই ইনিস্টিটিটের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তবিবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক আতিকুর রহমান সহ শিক্ষক, মুক্তিযোদ্ধা, অভিভাবক, মুক্তিযোদ্ধা সন্তান ও সুধী বৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে উজ্জীবনই ইনিস্টিটিউটের ১২ জন ছাত্র-ছাত্রীকে নগত ১২ হাজার টাকা, ১০ জন শিক্ষার্থীকে ডিকসেনারী ও ১ জন এতিম ছাত্রকে স্কুল ব্যাগ, খাতা-কলম, স্কুল ড্রেস, শীতের পোশাক সহ প্রয়োজনীয় আসবাব পত্র প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল হাকিম। তিনি তার মুক্তিযোদ্ধা ভাতা হতে প্রাপ্ত অর্থ থেকে প্রতি বছর এ অনুদান প্রদান করে থাকেন। তিনি তার জীবদ্দশায় এ অনুদান প্রদান অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। এর পরে তিনি নিজদেবপুরের চাইল্ড কেয়ার একাডেমী, নিজদেবপুর বাইতুন নূর জামে মসজিদ ও নিজদেবপুর এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেন এবং কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
Please follow and like us: