কলারোয়ায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল্লাহেল আলীম বাবুর নেতৃত্বে র্যালিটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচা বাজার সংলগ্ন জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা করে। মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা সভাপতি এম মুনছুর আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জাতীয় জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী, জাতীয় পার্টির নেতা আজিবর রহমান, মাস্টার ইসমাইল হোসেন, আবুল কালাম, সাবুর আলী, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ, রহমাতুল্লাহ, আব্দুল বারিক, রেজা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
Please follow and like us: