কলারোয়ার মাদরায় জনপ্রতিনিধিদের সাথে বিজিবি’র মতবিনিময়
কামরুল হাসান,কলারোয়া:
বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এফডব্লিউসি, পিএসসি ও সাতক্ষীরা ৩৮, বিজিবি’র নবাগত অধিনায়ক লে. কর্ণেল সরকার মো: মোস্তাফিজুর রহমান, কলারোয়া উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে মাদরা বিওপি চত্বরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৮, বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মাহাবুবুর রহমান মফে, শেখ ইমরান হোসেন, শেখ আসলামুল আলম আসলাম, মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম (ভারপ্রাপ্ত) প্রমুখ। বিজিবি’র সেক্টর কমান্ডার ও নবাগত অধিনায়ক উভয়েই মাদক ও চোরাচালান শূূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলেন বলে জানা যায়। এছাড়া মতবিনিময়কালে তাঁরা আরও বলেন, অবৈধ সীমান্ত পারাপার ও নারী-শিশু পাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভারত থেকে গরু আনা প্রসঙ্গে তাঁরা বলেন, ভারত থেকে গরু আসতে পারে, তবে কোনো বাংলাদেশি রাখাল ভারতীয় ভূখন্ডে প্রবেশ করবে না। প্রায় ৩০ মিনিটের এই মতবিনিময়কালে মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব¡ পায় বলে জানা গেছে।
Please follow and like us: