আশাশুনিতে সম্পুরক ভোটার হয়েছে ৪১০৯ জন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে হালানাগাদ ভোটার তালিকায় সম্পুরক ভোটার হয়েছে ৪ হাজার ১ শ’ ৯ জন। গতকাল (মঙ্গলবার) উপজেলা নির্বাচন অফিস খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।
উপজেলার ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদ করনের কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম শেষে গতকাল ভোটার তালিকা হালনাগাদ করণের সম্পুরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। হালানাগাদকৃত খসড়া ভোটার তালিকা জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। সম্পুরক ভোটার হয়েছেন ৪১০৯ জন। আগে ভোটার আছে ২ লক্ষ ৮ হাজার ৭৯৫ জন। উক্ত তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবী অথবা অন্তর্ভূক্তির বিরুদ্ধে আপত্তি অথবা অন্তর্ভূক্তির বিষয় সম্পর্কে সংশোধনীর দরখাস্ত ১৭ জানুয়ারির মধ্যে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যক্তিগত ভাবে অথবা ডাকযোগে দাখিল করতে হবে বলে উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল হাসান জানান।
Please follow and like us: