আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবসে র্যালী ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে ৬২ তম জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমাজ সেবায় গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পি। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ। প্রধান অতিথি তার ভাষণে বলেন, সরকার সমাজ সেবা অধিদপ্তরে ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছেন। এ বরাদ্দকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। সমাজ সেবা অধিদপ্তর সহ দেশের সার্বিক উন্নয়নকে অব্যাহত রাখতে সকলকে নৌকা প্রতীকের সাথে থাকতে আহবান জানান। পরে তিনি মানিকখালীতে নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করেন।
Please follow and like us: