কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে বই ‍বিতরণ

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি ইংরেজি নতুন বছর ২০১৮ উপলক্ষে বাঙালীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্যমুক্ত অসম্প্রাদায়িক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার আহবান জানিয়ে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, নতুনের আহবানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় মাতৃভূমি। নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ, সমৃদ্ধি ও শান্তির বার্তা। এসময় এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ আরোও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা বছরের ১ম দিন বিনামূল্যে বই পাচ্ছে। সাক্ষরতার হার ৭২ শতাংশের বেশি হয়ে দেশের মানুষ সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। তাই মেধা দিয়ে জাতী বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারবে। সে জন্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।  সোমবার সকালে ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল প্রাঙ্গনে নতুন বছর শুরুতেই সরকার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসবকালে প্রধান অতিথীর বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠান শুরুতেই মঞ্চে আসনে বসা এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপিসহ আমন্ত্রিত অতিথীবৃন্দকে স্কুলের পক্ষ থেকে ছাত্র/ ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং অতিথীবৃন্দরা ছাত্র/ ছাত্রীসহ সকলকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত বই বিতরণ উৎসব অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া সরকারী প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেনের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী শিক্ষা অফিসার তাপস পাল, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক শেখ মাহফুজ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সম গোলাম সরোয়ার সহ সকল স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ ছাত্রী এবং অবিভাবকবৃন্দ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)