সাতক্ষীরার ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ, শক্ত অবস্থানে পুলিশ

নিজস্ব  প্রতিনিধি :
সাতক্ষীরার ১৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি)
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র ও কেন্দ্রের বাইরে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।
যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে
সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভোটকেন্দ্রটিতে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটগ্রহণ। কেন্দ্রটিতে
আইনশৃঙ্খলা রক্ষায় ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশের উপ পরিদর্শক মাহবুব।
তিনি জানান, ভোট হবে শান্তিপূর্ণ। সাধারণ মানুষ নির্বিঘেœ তাদের ভোটাধিকার
প্রয়োগ করবেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে। শক্ত অবস্থানে রয়েছে
পুলিশে সকল সদস্যরা। যে কোন ধরণের অভিযোগের বিষয়টি তাৎক্ষণিক তাদের জানানোর জন্য
সর্বসাধারণকে বলা হয়েছে। কেন্দ্রটিতে পুলিশ সদস্য পাঁচ জন, আনসার সদস্য ১৭ জন।
এছাড়া স্টাইকিং ফোর্স রয়েছে চারজন। তারা টহল টিম হিসেবে কাজ করছেন।
বসুখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক গাজী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
হচ্ছে। কারো কোন অভিযোগ নেই। সব দলের প্রার্থীর কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ পরিবেশে
ভোট প্রদান করছেন।
বসুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে
রয়েছেন বাসুদেব বিশ্বাস। তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ১২৮৪ জন।
এরমধ্যে পুরুষ ৬৬২ ও মহিলার ভোটার ৬৪৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শতকারা ৩৫ ভাগ ভোট
কাউন্ট হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এদিকে, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১১টি,
কলারোয়া উপজেলার দুইটি ও শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে।
বেলা সাড়ে ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)