আশাশুনিতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :

আশাশুনিতে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় র‌্যালী বের করা হয়। পতাকা উত্তোলন ও র‌্যালী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও নাজমুল হুসেইন খান। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক। সমবায়ী উত্তম কুমার মন্ডলের স ালনায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাব সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সমবায়ী তাপসী অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, যদুয়ারডাঙ্গা দক্ষিনপাড়া একতা বহুমূখী সমবায় সমিতি, সবুজ ছোয়া স য় ও ঋণদান সমবায় সমিতি নাকতাড়া, হাড়িভাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং আরডিসি বহুমূখী সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)