কালিগঞ্জে ৬৭জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৮০ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল

 হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭জন, সাধারণ সদস্য পদে ৪শ ৭৪জন ও সংরক্ষিত আসনে ১শ ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার পৃথক ৬জন সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রার্থীগন তাদের পছন্দের প্রতিক দাবী করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর-২০২১) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন অফিস থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন এতথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, উপজেলা ১নং কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত আসনে ৯ জন, ২নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত আসনে ১০জন, ৩ নং চাম্পাফুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য ২৮ জন ও সংরক্ষিত ১৩ জন, ৪নং দক্ষীন শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য ৩২জন ও সংরক্ষিত আসনে ১৩জন, ৫নং কুশলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত ১১জন, ৬নং নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত আসনে ১১জন, ৭নং তারালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য ৪২জন ও সংরক্ষিত আসনে ৮ জন, ৮ নং ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান ৫জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত আসনে ১০ জন, ৯নং মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন, সাধারণ সদস্য ৪২জন ও সংরক্ষিত আসনে ১৫ জন, ১০ নং ধলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত আসনে ১১ জন, ১১ নং রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য ৪৯জন ও সংরক্ষিত আসনে ১৪ জন, ১২ নং মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কালিগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক ৪ নভেম্বর যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১নভেম্বর।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)