আশাশুনিতে ৪টি রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে শীঘ্রই
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার ৪টি সড়কের উন্নয়ন কাজ খুব শীঘ্রই শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে কাজগুলো গৃহীত হয়েছে।
“খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে আশাশুনি উপজেলার ৪টি রাস্তা ও দেবহাটা উপজেলার ২টি রাস্তা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। আশাশুনি উপজেলার নাকতাড়া টু বালিয়াখালী ওয়াপদা ভায়া রাধারআটি সড়ক, পাইথালী বাজার টু শোভনালী ইউপি অফিস ভায়াা কামালকাটি খেয়াঘাট সড়ক, কাদাকাটি ইউপি অফিস টু কাদাকাটি ভায়া গাবতলা বাজার রোড ও বদরতলা হাজী জালাল উদ্দীন কলেজ টু মজগুরখালী প্রাইমারি স্কুল রোড প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য গৃহীত হয়েছে। অপরদিকে দেবহাটা উপজেলার শশাভাঙ্গা বাজার টু দারারখাল ভায়া গোবরাখালী সাইক্লোন শেল্টার ও সেকেনদারা (ঘারিয়াডাঙ্গা) রোড এইকই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাক শম্ভুজিৎ মন্ডল জানান, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কাজগুলো প্রকল্পের আওতায় আনা হয়েছে।