ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায়

আব্দুর রশিদ বাচ্চু :
ডুমুরিয়া বাজারে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় সোমবার (২৩ নভেম্বর ২০২০)বিকালে  ডুমুরিয়া বাজারের বিভিন্ন  জায়গায় মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানা, সড়কের পাশের জায়গা অবৈধভাবে দখল ইত্যাদি অপরাধে ৭ জন ব্যক্তিকে দণ্ডবিধি’১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সড়ক পরিবহন আইন’২০১৮ এর ৮২(১) ধারায় ৩৫০০/- অর্থদণ্ড  প্রদান করা হয়। মামলা পরিচালনা করেন ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস।
খুলনা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বয়োবৃদ্ধ মাস্কবিহীন ব্যক্তিগণকে মাস্ক বিতরণ করে পরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনায়  অদ্য বিকালে ডুমুরিয়া বাজারে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আব্দুল হাই, ইউএনও ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)