সাতক্ষীরায় পরিবেশ সম্মত উপায়ে ধানচাষে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক প্রশিক্ষন ও লবন সহনশীল ব্রি ধানের বীজ বিতরণ

নিজস্ব  প্রতিনিধিঃ

সাতক্ষীরায় পরিবেশ সম্মত উপায়ে ধানচাষে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক প্রশিক্ষন ও লবন সহনশীল ব্রি ধানের বীজ বিতরন করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় বিনেরপোতা,সাতক্ষীরার সহযোগিতায় প্রতিষ্ঠানটির হলরুমে উক্ত কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার ও ফুড সিকিউরিটি প্রকল্পের অর্থায়নে উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পটির প্রধান গবেষক ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি’র চীফ সায়েন্টিফিক অফিসার ড. মোঃ রফিকুল ইসলাম।
ব্রি সাতক্ষীরা ফার্মের ম্যানেজার অসীম কুমার বিশ^াসের সঞ্চালনায় ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড.এসএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগ ব্রি’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ ইব্রাহিম।
প্রশিক্ষনে এ সময় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরা ফার্মের আশে পাশের গ্রামের ২৫ জন কৃষক-কৃষানী ও স্থানীয় জনপ্রতিনিধি অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে তাদের মাঝে বিনামূল্যে লবন সহনশীল ব্রি ধান-৬৭ এর বীজ বিতরন করা হয়।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)