অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় সাতক্ষীরা সুন্দরবন থেকে ৬ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খাল খেকে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে কাচিকাটা বন টহল ফাঁড়ির সদস্যরা।

আজ রোববার সকালে কাচিকাটা টহল ফাঁড়ির ওসি সুলুজ কুমার দীপের নেতৃত্বে এই জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মড়গাং গ্রামের আজগর শেখের ছেলে আলম শেখ, মোফাজ্জল শেখের ছেলে আদম শেখ ও আজিবর শেখ, কুরবার গাজীর ছেলে কওছার গাজী এবং ভেটখালী গ্রামে মৃত অছির সরদারের শাহাদৎ সরদার ও জিয়াদ গাজীর ছেলে মুজিবর রহমান গাজী।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি নৌকা, বৈঠা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)