বিশ্বে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড

করোনাভাইরাস মহামারির গত ছয় মাসেও এমন দৃশ্য দেখেনি বিশ্ব। করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, বিশ্বজুড়ে একদিনেই শনাক্ত দুই লাখের কাছাকাছি! আরেকটু স্পষ্ট করে বললে এক লাখ ৯৩ হাজার ৯৭৪জন। এমনকি এদিন মারা গেছেন চার হাজার ৮৯১জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৭৯৬ জন। আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৩ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫৩ লাখ ৫৭ হাজার ১৬৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে এক হাজার ৫৫ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৫৬ হাজার ১০৯ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৮০ হাজার। এর মধ্যে ২৪ ঘণ্টায়ই শনাক্ত ৪৬ হাজার ৯০৭জন।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৬৬৩ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২৭ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৫ লাখ ৫২ হাজারের বেশি সংক্রমিত।

মেক্সিকোতে একদিনে ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। এটিই গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ। নতুন সংক্রমিত হয়েছে ছয় হাজার ১০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২৫ হাজার ৬০ ও আক্রান্ত দুই লাখ ৯ হাজারের বেশি।

পেরু, চিলি, কলম্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্যতে এদিন মারা গেছেন প্রায় দুই শ’ করে মানুষ। এদিকে লকডাউন শিথিলের পর ইউরোপের কিছু দেশে বেড়েছে সংক্রমণ। ইউরোপে দ্বিতীয় দফায় ভাইরাস বিস্তার নিয়ে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)