করোনায় নতুন মৃত্যুপুরী স্পেন; একদিনেই মৃত্যু ৬৫৬

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে নতুন মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটার নামের ওয়েবসাইট অনুযায়ী, এদিন স্পেনে ৭ হাজার ৪৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জনে।

আর এ পর্যন্ত ৫ হাজার ৩৬৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন ৪০ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

চীনের উহানে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৪০৭ জন। আর মারা গেছেন ২১ হাজার ১৯৮ জন।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮৩ জন, আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৩ জনের।

এছাড়া চীনে এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ২৮১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ৫১ জন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)