সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নবগঠিত কমিটির প্রথম সাধারণসভা

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নবগঠিত কমিটির প্রথম সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তালা উপজেলার পাটকেলঘাটাস্থ শাকদহা’র আজিজ কমপ্লেক্সে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ড. আবুল হোসেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর পরিচালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক-ক্ষেতমজুর সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড সাবীর হোসেন, জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি অজিত কুমার রাজবংশী।
সভায় আগামী ২১ মার্চ ১৪ দফাদাবিতে কৃষক-ক্ষেতমজুর সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত দিন ব্যাপি সমাবেশে জারিগান,কবি গান, লাঠিখেলা, গণসংগীত, কৃষকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী করার পরিকল্পনা ঘোষণা করেন।
কৃষক-ক্ষেতমজুর সমাবেশের দাবি সমূহ: বর্গাচাষীদের তালিকা ও কৃষি কার্ড দিতে হবে। ইউনিয়ন ভিত্তি কৃষি মার্কেট ও ক্রয়কেন্দ্র খুলতে সহবে। ইউনিয়ন ভিত্তিক খাদ্য গুদাম তৈরি করতে হবে। কৃষি আদালত গঠন করতে হবে। শস্য বীমা চালু করতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নির্দ্ধারণ করতে হবে। কৃষি ক্ষেত্রে উদ্বৃত্ত শ্রমিকের কর্মসংস্থান করতে হবে। সবজি ও ফল সংরক্ষণের গুদাম তৈরি করতে হবে। প্রকৃত জমির মালিক কতজন কৃষি কাজের সাথে যুক্ত তার তালিকা প্রকাশ করতে হবে। গ্রাম শহরের ৬০ বছরের উর্দ্ধে ক্ষেতমজুর, ভ‚মিহীন, শ্রমজীবি মানুষের জন্য সার্বজনিন এককালিন পেনশন ও মাসিক ভাতার বিশেষ ব্যবস্থা করা। সারাদেশে ক্ষেতমজুরদের নিবন্ধন ও কার্ড প্রদান এবং ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তার ব্যবস্থা করতে হবে। সমবায় আইনের সংশোধন করে তাকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ করতে হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)