‘রঙ্গার্পণ’ তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যোৎসব

কল্পতরু’ আয়োজন করতে যাচ্ছে ৩ দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যোৎসব ‘রঙ্গার্পণ’। কর্ণাটকি বাদ্যযন্ত্র শিল্পীদের সরাসরি অংশগ্রহণ হবে এই উত্সবের অন্যতম আকর্ষণ। ছায়ানট মিলনায়তনে এই উৎসব চলবে ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। শুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মি আখতার ও জুয়েইরিয়াহ মৌলি যথাক্রমে ২, ৩ ও ৪ ডিসেম্বর একক নৃত্য পরিবেশন করবেন এই উৎসবে। এরইমধ্যে দেশ ও দেশের বাইরের উল্লেখযোগ্য নানা উত্সব-আয়োজনে এই নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে দর্শক ও নৃত্যগুরুদের প্রশংসা কুড়িয়েছেন।

বিশ্বে কর্ণাটকি সংগীতের জন্য বিখ্যাত এমন যন্ত্রশিল্পীরা আসছেন এই নৃত্যোত্সবে নৃত্য প্রযোজনায় সরাসরি মিউজিক বাজাতে। তাদের মধ্যে রয়েছেন কির্তী রামগোপাল (নাট্টুভাঙ্গম),

নন্দকুমার উন্নিকৃষ্ণ (ভোকাল),

জনার্ধন রাও (মৃদঙ্গ) ও নিতিশ কানকাল (বাঁশি)।

পুরো উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)