কাঙ্খিতসেবা প্রদানের অঙ্গীকার-ডাঃ শেখ আবু শাহীন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দু’ বার বাংলাদেশের মধ্যেস্বাস্হ্য সেবায় অবদার রাখার স্বীকৃতি স্বরূপ দ্বিতীয় হন ডাঃ শেখ মোঃ আবু শাহীন। সরকার সিভিল সাজ’ ন হিসাবে সাতক্ষীরা জেলার দায়িত্ব দেন তাকে। দায়িত্ব পাওয়ার পর থেকে ল্যাবরেটরি টেষ্ট সেকশন থেকে পুবে’ সরকারী কোষাগারে জমাহত ১ লক্ষ টাকা এখন জমাহয় প্রায় তিন থেকে চার লক্ষ টাকা। প্রতিদিন হাসপাতালের অভ্যন্তরে সকল বিভাগ তদারকি সহ প্রতি উপজেলার স্বাস্থ্য সেবার মান তদারকি করেন।

হাসপাতালের পরিষ্কার পরিছন্নতা বাথরুমের অবস্থা ওয়ার্ডে’র নাস’দের দায়িত্ব পালন সহ যথাযত ভাবে নজর দারির কারণে স্বাস্থ্য সেবার মান চিকিৎসার মান এখন আমুল পরিবর্তন। রোগীদের খবার যথাযথ ভাবে দেওয়া হচছেকিনা আকষ্কিক সুভারভিষনকরেন তিনি। ময়লাকাপড় ব্যাবহার করতে দেওয়া হয়না। হাসপাতালের অভ্যন্তরের পরিবেশ রক্ষার্থে’ পরিচ্ছন্ন কমী’ দের কাজের তদারকি করাহয়। ফিল্ডে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে যথাযথ দায়িত্ব পালন হচছে কিনা তা তদারকি সহ দূনী’তি রোধে তিনি সচেষ্ট। একটি টাকা ষুষ গ্রহণ করবেন না। কাউকে ষুষ গ্রহণে সহায়তা করছেন না।

ইতিমধ্যে স্বাস্থ্য সেবার মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা বাসি তার এই অক্লান্ত দিবারাত্র পরিশ্রমের জন্য স্বাস্থ্য বিভাগে যে সুনাম ফিরে এসেছে তা যেন কোন ক্রমেই পিছু না হঠে সেজন্য তিনি সরকারী কম’কর্তা’ কম’চারী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। ডাঃ শেখ মোঃ আবু শাহীন জানান, সাতক্ষীরা জেলাকে স্বাস্থ্য সেবায়দেশের মডে’ল জেলায় রূপান্তর করতে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগে সকল কে সামিল হওয়ার আহব্বান জানিয়েছেন। তিনি আশাপ্রকাশ করেছেন স্বাস্থ্য সেবায় এ জেলায় যেটুকু সম্মান ক্ষুন্ন হয়েছে তা অচিরেই পুনঃরুদ্ধার করতে সক্ষম হবেন।তিনি আরও জানান, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবল হোসেন সাহেব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যে সহযোগিতা দিচ্ছেন বা মানুষের কল্যাণের জন্য নিবেদিত হয়ে এগিয়ে আসছেন তা নজির বিহীন।

তিনি তালা উপজেলা হাসপাতাল কে বাংলাদেশের মডেল হিসাবে রূপান্তরিত করার জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে ৪জন পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে হাসপাতালের ময়লা দুরগন্ধদুরকের পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে এনেছেন। প্রতিদিন তিনি কিভাবে মুমুষ্য’ রোগীদের স্বাস্থ্য সম্মত সেবাপ্রদান করা যায় এ নিয়ে নিজের আন্তরিকতা থেকে চিন্তা করেন । তিনি চান বেসরকারি ক্লিনিকের চেয়ে হাসপাতালকে পরিবেশ বান্ধব করতে। যাতে কেউ ক্লিনিক সেবার দিকে না যায়। তিনি নানামুখী পরিকল্পনার মধ্যে রোগীদের কষ্টলাঘবে ১২টি এসি সরবরাহ করে মানবসেবার উজ্জ্বল নজির স্থাপন করেছেন।এখানেই থেমে নেই তিনি যে পদক্ষেপ গ্রহণ করলে মানুষ নান্দনিক সেবা পাবে তিনি তাই করবেন।

জেলার সিভিল সাজ’ন ডাঃ শেখ আবু শাহীন আরও জানান, তালা উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবল হোসেন সাহেব এর এই জনগুরুত্বপূর্ন উদ্যোগ সরকারের উচ্ছ পর্যা’য়ে তুলে ধরেছেন সাথে সাথে তালা হাসপাতালের ৩৪ জন ডাক্তারের মধ্যে মাত্র কয়েকজন ডাক্তা আছেন। বাকী সবপদ গুলো শুন্য থাকায় শুন্যপদ পূরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত ভাবে অবহিত করেছেন। । তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মীর আবু মাউন আন্তরিকতার সাথে দিবারাত্র সেবাপ্রদানের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থায় এনেছেন এক নজির বিহীন পরিবর্ত’ন।

জনগণ ক্লিনিক বাণিজ্যের দিকেযাতে না যায় তার জন্য সব’ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। হাসপাতালের রুগীদের চিকিৎসা মানসম্মত হলে ক্লিনিকে কেউ যাবে না। বেসরকারি এন, জিও উত্তরণ সরকারকে নানাভাবে সহযোগিতার হাত প্রসস্হ রেখেছেন। বাংলাদেশের মধ্যে এই প্রথম ইউএনও সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় রুগিদের ব্যাবহারের জন্য ১২টি এসি বসিয়েছেন। তালাবাসি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানবিক ইউএন মোঃ ইকবাল হোসেন ডাঃমীর আবু মাউন তালা স্বাস্থ্য কমপ্লেস্ক কে আধুনিকায়ন করতেচান।

অপরদিকে সিভিল সাজ’ন ডাঃ শেখ মোঃ আবু শাহীন সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান আমুল পরিবর্ত’ন করেছেন। দূনী’তি তে আক্রান্ত সদর হাসপাতালের গুনগতমান গত তিন মাসপূর্বে’ যোগদানের পর থেকে দিবারাত্র তদারকির মাধ্যমে জনগণের প্রশংসা কুড়িয়েছেন। সাবেক সিভিল সাজ’ন। ডাঃ মোঃ তৌহিদুর রহমান ১৭ কোটী টাকার দূনী’তি মামলায় সাতক্ষীরা করাগারে আটক অছেন। সাতক্ষীরা বাসির দাবি সাতক্ষীরা সদরের এম,পি মহোদয় ও এ্যাডঃ মুস্তফালুৎফুল্ল্যাহ এমপি মহোদয় আন্তরিক মানুষ এইদুজন মানুষ কে কাজে লাগাতে পারলে তালা হাসপাতাল ও সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল হবে বাংলাদেশের মডেল হাসপাতাল। স্বাস্থ্য সেবায় বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃ’ক দুবার শ্রেষ্ঠ সেবা প্রদান কারী প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরষ্কার গ্রহণ করায় এ বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

তালা ও সাতক্ষীরা সদর আসনের এম,পি মহোদয় গন জানিয়েছেন, সাতক্ষীরা স্বাস্থ্য সেবার দূনী’তি মুক্ত করতে সেবার মান ও সুনাম রক্ষা করতে যা যাসহ- যোগিতা সিভিল সাজ’ন সাহেব চাইবেন। জন কল্যাণে তাকে সার্বিক সহযোগিতা করাহবে। কোন অশুভ শক্তি দূনী’তি বাজরা রুখতে চাইলে সাতক্ষীরা জেলার সকল এম,পি মহোদয়গনের নেতৃত্বে প্রশাসন কে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। অপরদিকে গতকাল দূনী’তি বিরোধী মিছিল সভা সমাবেশ হয়েছে সাতক্ষীরায় এই মিছিল কারিনেতৃবৃন্দ সাতক্ষীরা সিভিল সাজ’ন অফিস ঘেরাও করেছিলেন ১৭ কোটী টাকা দূনী’তির বিচার দাবি করে।

সাবেক সিভিল সাজ’ন তিনি ডাঃ তৌহিদুর রহমান দুদোকের মামলায় সাতক্ষীরা কারাগারে আটক। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাটির তলে ১০ বস্তা ঔষধ সহ প্রায় ৫০ কোটী টাকার কেনা কাটায় দূনী’তি হয়েছে কিনা তদন্ত চলছে দুদক কর্তৃক। তাৎক্ষনিক ৪জন কে সাময়িক বরখাস্তকরা হয়। প্রকৃত দোষীদের পুরস্কৃত করে একজন নিরপরাধ একাউন্টেন কে সাময়িক সাসপেন্ট করাহয়। সহ তত্বাধায়ক কে ও এস, ডি করে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত সপ্তাহেও দুদক তদন্ত করেছে মেডিকেল কলেজ হাসপাতাল তদন্ত অব্যাহত রয়েছে।

সুত্রে প্রকাশ দূনী’তির সাথে জড়িতরা বত’মান তত্বাবধায়ক সৎ যোগ্য দূনী’তি মুক্ত ডাঃ মোঃ রফিকুল ইসলাম কে সরিয়ে ও,এস,ডি সংযুক্তি সাতক্ষীরা ম্যাটস’ এর দায়িত্বে থাকা শেখ সাহাজান আলী কে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করানোর চেষ্টা চালাচ্ছেন।আন্দোলন কারিদের আন্দোলনের সফলতার কারণে যিনি প্রত্যাহার হলেন। তাকে পুনরায় সেই প্রতিষ্ঠানে দুদক তদন্ত চলাকালে যোগদান করবেন বলে যে গুজ্ঞন এটা কিসের আলামত? জনগণ মাননীয় প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য সচিব মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ও দূনী’তি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)