পাট‌কেলশ্বরী কালী ম‌ন্দি‌রে শ্রীকৃষ্ণের ৫২৪৫তম আবির্ভাব তিথি পালিত

আজ শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণে‌র ৫২৪৫তম শুভ আবির্ভাব তিথি। সনাতন ধর্মাবলম্বী‌দের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ‌ে‌র জন্ম‌তি‌থি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দি‌য়ে দিন‌টি পালিত হচ্ছে ।

দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপূণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকীর কোলে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ।
সনাতন ধর্মমতে, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য স্বর্গ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে পৃথিবীতে।

এদিন ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা সময় পাট‌কেলঘাটা কালী মন্দির থেকে শোভাযাত্রার নি‌য়ে পাট‌কেলঘাটা বাজা‌রে প্রদক্ষিণ ক‌রে আবারও মন্দিরে এসে ধর্মীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীও শোভাযাত্রার বিভিন্ন মন্দির ও স্কুল থেকে আগত ভক্তরা কৃষ্ণের জন্ম‌তিথী নি‌য়ে আলোচনা করেন। ও সন্ধ্যা ৬ থেকে শুধু হবে পদাবলী কীর্তন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)