এনইবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০১৯- এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার ২২শে জুলাই থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১শে জুলাই পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে।

এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসাইন্ এ সময় আরও উপস্থিত ছিলেন , এন ইউবিটিকের প্রক্টর ড. আশিকুদ্দিন মো. মারুফ, পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম. মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও মার্কেটিং প্রমোশনাল এন্ড ব্রান্ডিং এর হেড মাসুম মুরতাজা সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বৃন্দ।

ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজি, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার,গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজি)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)