সাতক্ষীরায় চৌরঙ্গী মোড় হতে মাছ বাজার ব্রিজ পর্যন্ত ও পিচের রাস্তা সিলকোর্ড কাজের উদ্বোধন
সাতক্ষীরা পৌরসভার চৌরঙ্গী মোড় হতে মাছ বাজার ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কার ও পিচের রাস্তার সিলকোর্ড কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার ০৯ নং ওয়র্ডে পলাশপোল চৌরঙ্গী মোড় সড়কে প্রধান অতিথি অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী।
পৌরসভার ০৯ নং ওয়র্ডের পলাশপোল চ্যেরঙ্গী মোড় হতে সুলতানপুর বড় বাজার সংলগ্ন মাছ বাজার ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় এবং অর্থায়ণে ১৮০০ মিটার রাস্তা ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
বহু কাঙ্খিত এ সড়কটি চলাচলের উপযোগি হচ্ছে বলে পথচারীসহ এলাকাবাসীর মধ্যে উচ্ছাস লক্ষ্য করা গেছে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফিজুর রহমান খান বিটু, পিপুল খান, মাহমুদ কবির, খান মশিউর রহমান, মো. সেলিম বিশ্বাস ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ।