কেশবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ

কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা সমাধানের আয়োজনে পিকেএসএফ-এর অর্থায়নে রবিবার সকালে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার রোম্য উপস্থাপক মুনছুর আলীর সঞ্চালনায় সমাধানের কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাধানের উপ-পরিচালক আবু জাফর মাতুব্বর, সহ-পরিচালক শফিউল ইসলাম শফিক, অভিভাবক রোজিনা বেগম, শিক্ষা উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ইউসুফ হোসেন, শাহারিনা খাতুন প্রমুখ। উল্লেখ্য সমাধানের প্রকল্প এলাকায় ৫৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে উক্ত শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)