অসহ্য

অসহ্য

দীপন মজুমদার

আমি নারী অতি সমাজে

হাটিতে ছিলাম গ্রাম্য পথ ধরে স্কুলে যাবার উদ্দেশ্যে

সহসা কয়েক যুবক পথ রোধিল মোর

মোরে করিল হরণ নির্জনে

নরপশু ছিবলে খেল আমার মাংস

এ যেন হরিণীকে খাইতেছে বাঘে

নিঃশেষ করিল মোর নারীত্ব

অবহেলিত হলাম সমাজে

শিরোনাম কিছু পত্রিকার

তারপর সব শেষ।

এই আমি বেঁচেও মৃত

অবাক হয় তখনি যখনই শুনি নারী অধিকার

যখন ভাবি নারীর স্থান সমাজে

হাসি পাই মাতৃরুপী নারী দেখলে

ধিক্কার দেই যারা জেগেও ঘুমায়

যারা শিক্ষা দিতে পারেনা

তাদের সন্তানের

যারা ধর্ষণ করে অন্য নারীর।

লেখকের কথা : সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের কাটাখালী গ্রামে ১৯৭৭ সালে জন্ম গ্রহন করি। গ্রামের প্রাইমরী স্কুলের গন্ডি পেরিয়ে পার্শবর্তী কুমিরা হাই স্কুল থেকে ১৯৯২সনে এস এস সি পাশ করি। তারপর সাতক্ষীরা সরকারী কলেজ থেকে ১৯৯৪ সনে এইচ এস সি পাশ করে ঢাকায় রওনা দেই। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স সম্পন্ন করি ২০০০ সনে।

সকল পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীন হয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডন গমন করি। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে স্নাতকোত্ত্বর সম্পন্ন করি।

লন্ডনে ছাত্রাবস্থায় মার্ক এন্ড স্পেন্সার সহ বিভিন্ন কোম্পানীতে কাজ করেছি। তারপর নেটওয়ার্ক এডমিনিস্ট্রেশান পদে কিছুদিন কাজ করার পরে মাইক্রোসফট ডায়নামিক CRM (MB2 – 702) সার্টিফিকেট লাভ করি। বর্তমানে CRM Developer হিসাবে নিজেকে নিযুক্ত রেখেছি।

লেখার প্রতি ছোটবেলা থেকেই মাত্রাতিরিক্ত ঝোক ছিল। সেটা ফললো এসে কৈশরে যখন আমি ক্লাশ নাইনে। তবে পুরোপুরি লেখার সময়টা বের করেছি যখন আমি অনার্সে পড়ি। আমার প্রথম প্রকাশনা ২০১২ সালে ২১শে বইমেলায় ‘নিভৃতে কাদি’ নামক উপন্যাস। তারই সাফল্যের রেশ ধরে আরো ২টি পর্যায়ক্রমে প্রকাশ হলো। বর্তমান দৈনন্দিন জীবন ও কর্মের সাথে এক করে নিয়েছি আমার স্বপ্নকে।

লেখকের সকল লেখার পড়ার জন্য ভিজিট করুন  – দীপন মজুমদার

 

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)