দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ভিটামিন ‘এ’ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পারবার কল্যান মন্ত্রনালয়ের জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের সুব্যবস্থাপনায় সারা দেশের ন্যায় জেলার দেবহাটাতে ১২১ টি কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় দেবহাটার সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে একযোগে ১২১ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সের শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মেহেদী হাসান,মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো. সালাহউদ্দীন,স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । উপজেলার ৫টি ইউনিয়নে ৬-১১ মাস বয়সের ১৭৬৭ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সের ১৩৭৬৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)