কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে শিশুসহ ২ নারী ও ১ পুরুষ হস্তান্তর

কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠক শেষে ভারতের তারালী বিএসএফ’র হাতে আটককৃত শিশুসহ দুই নারী ও এক পুরুষকে হস্তান্তর করা হয়।

রোববার বিকালে কাকডাঙ্গা বিওপির নায়েক হেলাল উদ্দিন জানান- শনিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আজগর আলী (৩০), তার স্ত্রী সুমি বিবি (২০), একই এলাকার আরশাদ আলীর স্ত্রী সালমা বিবি (২৫) ও সাথে থাকা শিশু আরবিনা গাজী (২) অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় তারালী বিএসএফ এর হাতে আটক হয়। পরে রোববার বেলা ১১টার দিকে কেঁড়াগাছি সীমান্তের আমতলীর মেইন পিলার ১৩/৩ এসএর ৫ আরবির জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করে।

এ ঘটনায় রোববার কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান থানার ওসি শেখ মারুফ আহম্মদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)