শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে প্রথম দিনের পি ই সি সমাপনি পরীক্ষা

সমগ্র দেশের ন্যায় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে কামালকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে প্রথম দিনের পি ই সি পরীক্ষা।জানা যায় রবিবার(১৭ ই নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে কামালকাটী কেন্দ্রে,শোভনালী ইউনিয়নের ১৪টি বিদ্যালয় থেকে মোট ৩৯৪জন ছাত্র/ছাত্রী মধ্যে ৩৯৩জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।এর মধ্যে বদরতলা ১০০জন,হাজীপুর ১৪জন,বাওচাষ ৪০জন,সরাপপুর ৩১জন,গোঁদাড়া ২৫,কামালকাটী ৩৫জন,পূর্ব কামালকাটী ১৩,বসুখালী ১৭জন,বাঁকড়া ২৬জন,বৈকরঝুটি ৪৬জন,বলাইপুর ২১জন,মজগুরখালী ৬জন,খলিসানী ১৫জন,লতাখালী ৫জন (১জন অনাপুস্হিত)।উক্ত কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্লব চন্দ্র মন্ডল।সহকারী হল সুপার সচিব ছিলেন বালিয়াঘাটা বাইনবশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল হান্নান ও কেন্দ্র সচীব ছিলেন কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিনু পদ বাছাড়।এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃআবু সেলিম ও আশাশুনির সহকারী স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)