‘আমরা যাব না’ স্লোগান দিল রোহিঙ্গারা

দুই হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর মাধ্যমে বৃহস্পতিবার প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু কেউ যেতে রাজি না হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রোহিঙ্গা কমিশনার৷

আবুল কালাম জানান, ‘‘আমরা তাঁদের ফিরে যেতে বাধ্য করতে পারিনা৷’’

এর আগে কক্সবাজারে উনচিপ্রাং শরণার্থী শিবিরে জমায়েত হওয়া কয়েক শত রোহিঙ্গা ‘না, না, আমরা যাব না’ বলে স্লোগান দেন৷ এই সময় রোহিঙ্গা বিষয়ক কমিশনার কালাম তাঁদের ফিরে যাওয়ার ব্যাপারে বোঝানোর চেষ্টা করেন৷ তাঁদের জন্য অন্তত তিন দিনের খাবার ও অন্যান্য জরুরি বিষয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি৷

কিন্তু রোহিঙ্গারা যেতে রাজি হননি৷ সেখানে উপস্থিত রোহিঙ্গারা ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘নাগরিকত্ব ছাড়া আমরা কখনো মিয়ানমারে ফিরে যাব না’ এসব লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন৷

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ সেজন্য রোহিঙ্গাদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছিল৷ কিন্তু ফেরত যেতে হবে, এই ভয়ে তালিকায় থাকা অনেকে ক্যাম্প থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে৷

জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরও জানিয়েছিল, তালিকায় থাকা রোহিঙ্গাদের অনেকেই যেতে রাজি হচ্ছেন না৷

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গারা যেতে রাজি না হওয়ায় প্রত্যাবর্তন প্রক্রিয়া আপাতত স্থগিত করা হচ্ছে৷

এদিকে, সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনে উপস্থিত হওয়া মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা না রাখায় বিশ্ব নেতৃবৃন্দের তিরস্কারের মুখে পড়েন৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)