সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে বিতাড়িত করতে হবে ।। এস এম মোস্তফা কামাল

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করলেন সাতক্ষীরার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মুরাদ। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিুজর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, চেয়ারম্যান আলহাজ্ব শওকাত হোসেন, চেয়ারম্যান শেখ রিয়াজ হোসেন, চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। জেলা প্রশাসক মত-বিনিময়কালে বলেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে বিতাড়িত করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমাদের সকলকে দেশ গড়ায় অবদান রাখতে হবে। এখন থেকে জেলা প্রশাসকের সাথে দেখা করতে আর বিড়ম্বনায় পড়তে হবে না। সকলের জন্য জেলা প্রশাসকের দরজা উন্মুক্ত এই প্রত্যয়ে তিনি আরও বলেন জ্বাল কাগজপত্র সৃষ্টি করে একশ্রেণীর মানুষ সরকারি সম্পদ জবর দখল করে আসছে। তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের টাকায় আমাদের বেতন সেহেতু জনগণের হয়রানি করা চলবে না। আমাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে। সেক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ থেকে ৮ শতাংশ নিশ্চিত করতে হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)