পাইকপাড়ার বহু প্রতীক্ষিত মামলার রায়

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের পাইকপাড়ার বহু প্রতীক্ষিত দেওয়ানী মামলার দোতরফা সূত্রে রায় হয়েছে। পাইকপাড়া গ্রামের মৃত মোহাতাব গাজীর পুত্র আরশাদ আলি গাজী ও তার অপর দু’ভাইয়ের নামে ৭/৪/৫৬ তাং সম্পাদিত ১১৬৮ নং দানপত্র দলিল ১৬/৪/৫৬ তাং রেজিস্ট্রি হয়। দলিলের অন্তর্ভুক্ত পাইকপাড়া মৌজায় সিএস ৬, এসএ ৮ নং খতিয়ানে ২.২২ একর জমির মধ্যে আংশিক অর্থাৎ সাড়ে ৫৫ শতক জমি মফিজ উদ্দিন গাজীর নামে ভ্রমাত্মক ভাবে রেকর্ড হলে তিনি (আরশাদ) বাদী হয়ে গত ২০/১০/২০০৮ তাং সাতক্ষীরার আশাশুনি সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং ১৯৮/০৮ রুজু করেন। বিজ্ঞ আদালতে দীর্ঘ ১০ বছর পর দোতরফা সূত্রে ডিগ্রী হয়। বাদী আরশাদ গাজী বলেন, বিজ্ঞ আদালতের রায়ে আমরা ন্যায্য বিচার পেয়েছি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)