এই দিনে: ৭ আগস্ট ২০১৮

ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা ভালো, যা মন্দ এবং মানবসভ্যতার জন্য অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে  পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ০৭ আগস্ট ২০১৮, মঙ্গলবার। ২৩ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮৩ – বাংলা অভিধান প্রণেতা পিটস হেনরি ফরস্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে কলকাতায় আসেন।
১৮২৯ – দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯০৬ – কলকাতার পার্শি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়।
১৯১৩ – ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৯১৪ – ব্রিটেনে এক ডলার ও দশ শিলিংয়ের নোট চালু।
১৯৪০ – অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে।
১৯৬০ – আফ্রিকার দেশ আইভরি কোস্ট স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ – মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে ভাইকিং-২।

জন্ম
১৮৬৮ – প্রমথ চৌধুরী, বাংলা ভাষার অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। ১৮৬৮ খ্রিস্টাব্দের ৭ আগস্ট জন্ম। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন এবং তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক।
১৮৭১ – অবনীন্দ্রনাথ ঠাকুর, খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক।
১৯৬৬ – জিমি ওয়েলস, মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।
১৯৭৫ – শার্লিজ থেরন, দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।

মৃত্যু
১৯২১ – আলোকসান্দর ব্লক, রুশ কবি।
১৯৩৮ – কনস্ট্যান্টিন স্টেনলেভোস্কি, খ্যাতনামা রুশ লেখক ও থিয়েটার পরিচালক।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)