আশাশুনি ৭ প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫০ জন

আশাশুনি উপজেলার ৭ টি কলেজ থেকে ১৬৭৪ জন ছাত্রছাত্রী এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে ৭৫০ জন কৃতকার্য হয়েছে। এ+ পেয়েছে মাত্র ৬ জন। ৭টি কলেজের মধ্যে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল উপজেলা শ্রেষ্ঠ হয়েছে।

বুধহাটা বিবিএম কলেঃ স্কুলে ১৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ১২৪ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৩, এ ১৫, এ- ৩৪, বি ।

আশাশুনি সরকারি কলেজে পরীক্ষার্থী ৪৭৬, কৃতকার্য ২১০, এ+ ১, এ ৩০, এ- ৬৬, বি ৬৩, সি ৫০ জন।

আশাশুনি মহিলা কলেজে পরীক্ষার্থী ১০৯, কৃতকার্য ৫৫, এ ১, এ- ১২, বি ২৭, সি ১৫ জন।

বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে পরীক্ষার্থী ১৭৯, কৃতকার্য ৫৯, এ ১৩, এ- ২০, বি ২৬ জন।

দরগাহপুর এসকেআরএইচ কলেঃ স্কুলে পরীক্ষার্থী ৪৬২, কৃতকার্য ১৮৩, এ ১৮, এ- ৬৫, বি ৮৬, সি ১৪ জন।

এ পি এস ডিগ্রী কলেজে (প্রতাপনগর) পরীক্ষার্থী ২১৫, কৃতকার্য ৮৩, এ+ ১, এ ১২, এ- ২৮, বি ২০, সি ১৬ ও ডি ১ জন।

হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজে (বদরতলা) পরীক্ষার্থী ৫৩, কৃতকার্য ৩৬, এ ২, এ- ২০, বি ১২ ও সি ২ জন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)