বাওচাষ স্কুল পরিদর্শন করেছেন লিডারশীপ প্রশিক্ষণের শিক্ষকরা

আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লিডারশীপ প্রশিক্ষণের শিক্ষকরা।গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আশাশুনি উপজেলার সহকারী শিক্ষা অফিসার আঃরকিবের নেতৃত্বে ২০১৮সালের দ্বিতীয় ব্যাচের ২৩জন প্রধান শিক্ষক সহ বাওচাষ স্কুল পরিদর্শন করেছেন।প্রধান শিক্ষকরা হলেন ১০৬নং নাছিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইদুল ইসলাম, ৬৭নং বিলবকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীপঙ্কর সরকার,১২৫নং সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদিত্য কুমার মন্ডল, ৮৬নং কুড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসাদুজ্জামান, ৩০নং দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উষ্ণা রানী মন্ডল, ৪৭নং বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিহির বরন মুখার্জী,১৬৩নং হিজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কনক চন্দ্র মন্ডল,১২০নং থানাঘাটা বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃআমান উল্লাহ,৫৩নং মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবিতা বিশ্বাস, ১৪৮নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিধান চন্দ্র সরকার,১২১নং লস্করী খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃশাহিনা আক্তার,১০০নং কাদাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাছিমা খাতুন। ১৩৬নং চাপড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মু.শহীদ সারওয়ার,১০৩নং নড়েরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুর্শিদা পারভিন,১৩৯নং চেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম,১৫৭নং মজগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রঘুনাথ দে, ৬৩নং তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইদ্রীস আলী,৩১নং মহিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রাবন্তী দাশ, ৪৬নং জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহীনা আক্তার,৪৯নং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিতা রানী,১৬২নং ফকরাবাদ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফরোজ হোসেন, ৯৯নং গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমিতা চৌধুরী ও ৪৫নংশ্রীরাম কাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেগম নুরজাহান।এছাড়াও উপস্হিত ছিলেন বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ,এস.এম.সি প্রাক্তন সভাপতি আলহাজ্ব মোঃআঃজলীল সরদার, সহ-সভাপতি ও সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়,সহকারী শিক্ষক সুমা রানী দাশ, সাবিনা সুলতানা, রামপ্রসাদ বাছাড়, রেবতী সানা ও লুবনা ইয়াসমিন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)