ভাতা ভোগীরা ইচ্ছামতো ব্যাংক অ্যাকাউন্টে অর্থ নিতে পারবে

ডেস্ক রিপোর্ট :

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহের ভাতা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজতর করার উদ্দেশ্যে ভাতাভোগীর নিকট সরকারি কোষাগার হতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এই পদ্ধতিতে ভাতাভোগীরা তাদের ইচ্ছামতো ব্যাংকের অ্যাকাউন্টে ভাতার অর্থ নিতে পারবে। আর এ পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘গভমেন্ট টু পারসন’ পেমেন্ট।

আজ বৃহস্পতিবার (১৭ মে) দুপুর ১২টায় অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পদ্ধতির উদ্বোধন করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এ কর্মসূচির অধীনে প্রথামিকভাবে ৭টি উপজেলায় শুধু মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হবে। উপজেলাগুলো হচ্ছে- সোনারগাঁ (নারায়ণগঞ্জ), শ্রীনগর (মুন্সিগঞ্জ), সাভার (ঢাকা), টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), কালিগঞ্জ (সাতক্ষীরা), কালিয়াকৈর (গাজীপুর) এবং ভৈরব (কিশোরগঞ্জ)।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)