সাতক্ষীরার রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট করতে প্রশাসনের কাজ চলমান

মীর খায়রুল আলম, দেবহাটা:
দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট সাতক্ষীরার অন্যতম একটি পর্যটন শিল্প। কয়েক দিন আগে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক করে মানুষের বিনোদনের জন্য ট্রেইল নির্মাণ ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া সহ বিভিন্ন কাজ শুরু করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগরে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রূপসী ম্যানেগ্রাভ দেবহাটা ফরেস্ট” নামে একটি বিনোদন কেন্দ্র। তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ ফরেস্ট” উদ্বোধন করেন। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে সে সময় রোপণ করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরি করা হয় একটি রেস্ট হাউজ। সে সময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারণ মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন কিছুটা শান্তির পরশ নিতে। গত ২ বছর আগে এখানে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। তিনি জায়গাটিতে এসে মুগ্ধ হন এবং উন্নয়নের সবধরনের আশ্বাস প্রদান করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এ পর্যটন কেন্দ্রে রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও নানা ফলদবৃক্ষ। এখানকার ০৭ একর জমির পুকুরে পাকা শান ও একটি রেস্ট হাউজ তৈরি করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের পর্যটন কেন্দ্রটির বিভিন্ন স্থানে বসার জন্য পাঁকা বে  তৈরি করা সহ পর্যটকদের বনের ভেতরে হাটার জন্য বাঁশ দিয়ে ট্রেইল তৈরির কাজ চলমান রয়েছে। এখানে দুরদুরন্ত থেকে দেশী ও বিদেশী পর্যটক আসছেন। তারা বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সৌন্দর্য এবং রূপসী দেবহাটা ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। তিনি আরো বলেন, এখানে সাধারণত প্রতিদিন আনুমানিক ৫০০-৬০০ জন এবং শুক্র ও শনিবার ১০০০  জনের মতো পর্যটক আসছেন। তারা নিয়মিত পর্যটন কেন্দ্রেটির সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটন কেন্দ্রটির পুকুরে পর্যটকদের জন্য একটি প্যাডেল নৌকা নামানো হয়েছে। যা পর্যটন কেন্দ্রটির সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে এবং পর্যটকরা বেশ আগ্রহের সাথে উপভোগ করছেন বলে তিনি মনে করেন। নতুন ট্রেইলের কাজ ও প্যাডেল নৌকার কারণে দুরদুরন্ত থেকে পর্যটকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এ কারণে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করা হলে সরকারি রাজস্ব আরো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেবহাটা উপজেলা তথা সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে বলে তিনি জানান।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)