সাতক্ষীরা-১ আসনে নৌকার মাঝি হিসাবে স্বপনকে চান তৃনমূলের নেতাকর্মীরা

সকল জল্পনা কল্পনা শেষ করে আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনে তৃনমূলে এখন একটায় দাবি- ফিরোজ আহম্মেদ স্বপন যেন নৌকা প্রতীক পান। তৃণমূলকে সাথে নিয়ে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ফিরোজ আহম্মেদ স্বপন আজ কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান। কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে ঘুরে দেখা যায়- নির্বাচিত ১২জন ইউপি চেয়ারম্যান, পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলরগনসহ জনপ্রতিনিধিরা এবং ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৬জন সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে ২১জন সভাপতি, সাধারণ সম্পাদক, ১১৭টি ওয়ার্ডের ২৩৪ জন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্য ২২০ জনের দাবি- জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন স্বপনকে দিলে নৌকার বিজয় সুনিশ্চিত। তাদের আস্থার প্রতীক এখন ফিরোজ আহম্মেদ স্বপন। তাদের বক্তব্য- স্বপনই ২০১৩ সালে জামাত-বিএনপির তান্ডব দমন করেছে একক নেতৃত্বে। জীবনের ঝুকি নিয়ে সেসময় কলারোয়াকে রক্ষা করেছেন। তার জনপ্রিয়তা এবং বুদ্ধিমত্তার ফলশ্রুতিতে স্বাধীনতার পর এই প্রথম বারের মত ১২টি ইউনিয়নের প্রাথীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর পৌরসভার ১২জন দলীয় কাউন্সিলর নির্বাচিত করে দলকে অতীতের সকল সময়ের চেয়ে সু-সংগঠিত করেছেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন- উপজেলা সদাহাস্য, কর্মিবান্ধব আচরণ ও বাকপটুতা আর অনলবর্ষী বক্ততৃতায় তালা- কলারোয়ার মানুষ অভিভূত। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে তার সাজানো গোছানো উপস্থাপনে মানুষ মুগ্ধ হয়। এদিকে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়- তালা উপজেলা থেকে অধিক সম্ভাব্য প্রার্থী হওয়ায় এবং দলীয় কোন্দল মাথা চাড়া দেয়ায় সেখানে নির্বিঘ্নে নৌকার বিজয় নিশ্চিত করতে ফিরোজ আহম্মেদ স্বপনকেকে ট্রাম কার্ড মনে করছেন তালা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরাও। তালা উপজেলাল ১২টি ইউনিয়নের দলীয় সিংহভাগ নেতাকর্মীরাই ফিরোজ আহম্মেদ স্বপনকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। তারা মন্তব্য করেন- অন্য প্রার্থীরা এলাকায় থাকে না, শুধু নির্বাচনের সময় মাঠে নামেন, বাকী সময় ঢাকায় থাকেন। সেখানে ফিরোজ আহম্মেদ স্বপন থাকেন এলাকাতে। সুতরাং আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার যোগ্যতায় ফিরোজ আহম্মেদ স্বপনই এগিয়ে ও জনপ্রিয়তার শীর্ষে। জননেত্রী শেখ হাসিনা এলাকার জনমত যাচাইপূর্বক তাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করছেন তারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)