সাতক্ষীরায় মাদকের শেকড় উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে- মেরিনা আক্তা

মাদকবিরোধী অভিযান চালাতে গত ১৩ই মে সারা দেশে পুলিশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং এসপিদের কাছে চিঠি দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে মাদকের গডফাদার ও আড়াই হাজারের বেশি শীর্ষ ব্যবসায়ীর খোঁজে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ। পুলিশের এই মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলবে রমজানের পরেও। দেশের অন্যান্য স্থানের ন্যায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় মাদক নির্মূলে পুলিশের কঠোরতা চোখে পড়ারমত।

সাতক্ষীরায় ডাকাতি করতে এসে জনতার হাতে আটক ৫

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আটক

মাদক নির্মূলে সাতক্ষীরা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে বন্ধ হয়ে গেছে ছোট-বড় মাদকের আসর, মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনভাবে মাদকদ্রব্য যেনও প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। টহল জোরদার করার পাশাপাশি মাদক সেবনকারী, ব্যবসায়ী সহ মাদকের মূল হোতাদের খুঁজছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কঠোরতায় জেলায় কমেছে মাদক সেবনকারীদের আড্ডা বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। এসময় তিনি মাদক বিরোধী অভিযান সম্পর্কে বলেন. মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীরা হলও গাছ। যা থেকে বহু শাখা প্রশাখার জন্ম হয়। আমরা সাতক্ষীরা থেকে সেই শাখা-প্রশাখার (মাদক সেবনকারী) গাছের মূল শেকড়কে (মাদক ব্যবসায়ী) উচ্ছেদ না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি মাদককে সব অপরাধের মা হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রতিদিন মাদকে আসক্ত হচ্ছে দেশের যুব সমাজ। মাদকসেবীরা তাদের নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে লিপ্ত হচ্ছে। একারণে যদি মাদক নির্মূল করা সম্ভব হয় তাহলে সমাজ থেকে অধিকাংশ অপরাধ কমে যাবে। এসময় তিনি বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীরা মাদকের মরণ নেশার ফাঁদে পড়ে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে! যেকোনো মূল্যে তাদের কে মাদকের হাত থেকে বাঁচাতে হবে। মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাকুক না কেন, আমরা তাকে ধরে আইনের আওতায় আনবো। পুরো রমজান মাস জুড়ে এবং রমজানের পরেও সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মাদক মুক্ত সাতক্ষীরা গড়তে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তা বাস্তবায়নও হচ্ছে। মাদক নির্মূলের জন্য জেলায় যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের তালিকা অনুযায়ী তাদের (মাদক ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা) বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে প্রায় সহশ্রাধিক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতাই আনা হয়েছে। তাছাড়া আমরা আমাদের অফিসার ও ফোর্সদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি মাদকের সাথে জড়িত যেই হোক না কেন তাকে আটক করে আদালতে প্রেরণ করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে মাদকসহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় চলমান রয়েছে। এসময় তিনি মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার জন্যে আহ্বান জানান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)