সাতক্ষীরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থানায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল হোসেনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান ও সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল প্রমুখ। আগামী ১৪ জুলাই শনিবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩শ’৫১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) এ সদর উপজেলার ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৭শ’২৫ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিণ “এ” ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৮শ’৫০জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সদর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, আলিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা খাতুন, সুর্যের হাসি ক্লিনিক’র ম্যানেজার মফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়কারী শেখ আব্দুল বাকী। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে মূল প্রতিপাদ্য উপাস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যান সহকারি মো. ফারুক হোসেন। এসময় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)