সাতক্ষীরার ভূমিদস্যু বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি :
সাতক্ষীরায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোর পূর্বক ভাবে দখল করার জন্য একরামুল কবির খান বাবু জমির মালিক কর্তৃক রেজিস্ট্রি পাওয়ার প্রাপ্ত ব্যক্তিদের নানা ভাবে হুমকি ধামকিসহ মিথ্যে মামলায় জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, কামালনগর এলাকার মৃত মান্দার সরদারের ছেলে মোঃ নুরুজ্জামান ও টাবরাডাঙ্গী গ্রামের মৃত মুজিদ সরদারের ছেলে আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সাতক্ষীরার পলাশপোল, রসুলপুর ও হরিনখোলা মৌজার বিভিন্ন খতিয়ানের বিভিন্ন দাগে প্রায় সাত একর জমি পৈত্রিক সূত্রে মালিক শহরের রসুলপুর এলাকার সৈয়দ রেজা আলীর স্ত্রী বেগম মমতাজ আলী ও সামছুজ্জামানের স্ত্রী জিন্নাত খান। ঢাকায় বসবাস করার কারণে মমতাজ আলী ও জিনাত খান গত ৪ মার্চ তারিখে ১৯৭২ নং রেজিস্ট্রি পাওয়ার মুলে ওই সম্পত্তি দেখভাল করা ও মামলা-মকদ্দমা পরিচালকসহ সকল দায় দায়িত্ব  আমাদেরকে প্রদান করেন। কিন্তু মমতাজ আলী ও জিনাত খানের জমি আত্মসাৎ করার জন্য তাদের আপন ভাই একরামুল কবির খান বাবু তার দুই বোনের জমির জাল কাগজপত্র তৈরি করে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে ২০১৬ সালের গত ২৮ মার্চ  ১৬/২০১৬ নং এবং ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ৩১/২০১৮ নং দেং মামলা করেন। এছাড়া গত ৮ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে ৪৩৪/১৮ নং আরো একটি পিটিশন মামলা করেন। কিন্তু আদালত উক্ত মামলাটি খারিজ করে দিলে একরামুল কবির খান ১৩ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৯১/১৮ নং আরো একটি পিটিশন মামলা করেন যা বর্তমানে চলমান। এছাড়া একরামুল কবির খান তার বোন, মমতাজ আলী, জিনাত খানসহ আমাদের দু’জনকে (ছালাম ও নুরুজ্জামান) বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত জমি থেকে সরে যেতে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু কোন সুবিধা করতে পারবে না ভেবে তিনি মমতাজ আলী ও জিনাত খানসহ আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্যে গত ২৩ মার্চ যুগ্ম জজ আদালতে মিস ২১/২০১৮ নং মামলা রুজু করেন এবং জেল হাজতে আটক রাখার প্রার্থনা করে। তারা আরো বলেন, মমতাজ আলী ও জিনাত খানের মাতা মোছাঃ কামরুন নেছা খানম তার শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া সম্পত্তি ২০১০ সালের ৭ মার্চ দুই মেয়ের নামে ২১২২/১০ নং কোবলা দলিল মূলে রেজিস্ট্রি করে দেন এবং দাদা, দাদী ও পিতার সম্পত্তি বণ্টন নামায় উল্লেখিত পরিমাণ সম্পত্তি ওয়ারেশ সূত্রে পায়। তারা অভিযোগ করে বলেন, দুই বোনের ওই সব জমি একরামুল কবির খান জোরপূর্বক ভাবে দখল করার জন্য নানা ভাবে আমাদের হুমকি ধামকিসহ মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত কয়েক দিন আগে একরামুল কবির খান ৪/৫ টি মটর সাইকেল একদল সন্ত্রাসী আমাদের কামালনগরস্থ  অফিসে পাঠিয়ে পাওয়ার এর কাগজ দিতে বলেন। আমরা ওই কাগজ দিতে অস্বীকার করায় তারা আমাদের পুলিশ ও র‌্যাব দিয়ে ক্রস ফায়ারে হত্যার হুমকিসহ প্রকাশ্যে আমাদের স্ত্রী ও ছেলে-মেয়েদের অপহরণের হুমকি দেয়। এঘটনার পর আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। একরামুল কবির প্রভাবশালী ভূমিদস্যু ও বিত্তবান হওয়ায় আমরা তার বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছি না। তারা একরামুল কবির ও তার ছেলেসহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তাহাদের দায়েরকৃত সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)