বুধহাটা প্রেসক্লাবে মুয়াজ্জিন আলী হোসেনের সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার নওয়াপাড়া দঃপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আলী হোসেন সরদার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য সরবরাহ করে আলী হোসেন সাংবাদিকদের জানান, আমি ৪০ বছর মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আমার ভাই মাওঃ আঃ মাজেদ বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও ২৭ বছর মসজিদে সুনামের সাথে ইমামের দায়িত্ব পালন করছেন। সাথে সাথে তিনি বুধহাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সদস্য ও ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি। জীবনে কখনো জামাত-শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেননা। আমাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় পাউবো ও এসি (ল্যান্ডের) জমি জবর দখল ও প্লট আকারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আদায় এবং মান্নান ও জিন্নাকে ভিটেবাড়ী থেকে উচ্ছেদের অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। বরং তারা (দাউদের পুত্ররা) রেয়াজউদ্দিনকে ভুল বুঝিয়ে এবং কি লেখা হয়েছে না পড়িয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছিল। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর মাওঃ আঃ রাজ্জাক দিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে রিয়াজউদ্দিন ভুল বুঝতে পেরে অভিযোগগুলি স্বেচ্ছায় উঠিয়ে নিয়েছেন। দাউদ সরদার নিজেই পাউবো’র ১৭৫ খং লিখিত ৬৮৪ দাগের জমি তার চাচা মৃত আক্কাজ সরদারের নিকট থেকে মৌখিক ক্রয় করে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছেন। সে নির্বাহী প্রকৌশলী (পাওব-২) বরাবর লীজ পেতে আবেদন করেছেন। যার এলএকেস নং ১৭৭/৬২-৬৩ এর আওতায় ৮৪২, ৬৮১, ৬৮৪ দাগে ০.৫০ একর জমি দাবী করেছেন। উক্ত দরখাস্তে যে বর্ণনা আছে তা মিথ্যা, ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত। বরং উক্ত ৪৪২দাগে যা এসএ ৩ খতিয়ানের মালিক আমার বাবা ও চাচারা। দাউদ সরদার আদৌ তার মালিক নন। এছাড়া এসএ ৭০ খং (আমরা ও দাউদ) এজমালি সম্পত্তি, সেখানে কবর স্থান ও নদী ভাঙনে বিলুপ্ত হওয়া পুরাতন মসজিদের জায়গা। ৬৯৭ দাগে বর্তমান মসজিদে যাতায়াতের পথ। আবার ৭০ ও ১৭৫ খতিয়ানের জমি নিরীহ গরীব, দিনমজুর, শ্রবণ প্রতিবন্ধীদের ফাঁকি দিয়ে দাউদ ও তার ছেলে ওবায়দুল ঊর্ধ্বতন ব্যক্তিদের ভুল বুঝিয়ে পাউবো’র আবেদন ফরমে স্বাক্ষর করিয়ে ডিসিআর নিতে তৎপরতা চালাচ্ছেন। তিনি তাদের হীন চক্রান্ত ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মান হানি না ঘটে সেব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)