পাটকেলঘাটায় ওভারব্রিজে মাত্র দেড়শ মিটারের মধ্যে ৫টি অবৈধ স্ট্যান্ড

পাটকেলঘাটায় মাত্র দেড়শ মিটারের মধ্যে আর থানা থেকে মাত্র ৫০মিটার দূরে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ৫টি অবৈধ স্ট্যান্ড। এসকল অবৈধ স্ট্যান্ড রক্ষণা-বেক্ষণের দায়িত্ব নিয়েছে কিছু অসাধু শ্রমিক নামধারী কর্মকর্তাসহ কিছু অর্থলোভী শ্রমিক নেতা। ওভারব্রিজের উপর ৫টা অবৈধ স্ট্যান্ড থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাতক্ষীরা-খুলনার যাত্রী সাধারণের। উক্ত স্থানে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। চিন্তিত হয়ে উঠেছে এলাকার সচেতন মহল। এ সড়ক দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবী, এনজিও কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা পায়ে হেটে যাতায়ত করে। সাতক্ষীরা-খুলনা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সম্পূর্ণ অবৈধ ভাবে কিছু অসাধু ব্যক্তির দ্বারা গড়ে তুলেছে মাহেন্দ্র-থ্রি হুইলার, ইঞ্জিনভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ব্যাটারি চালিত ভ্যান স্ট্যান্ড। এখানেই খুলনা, যশোর, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পরিবহনের ভায়া স্ট্যান্ড। এছাড়া এসব অবৈধ স্ট্যান্ডের যত্রতত্র যানবাহন প্যাকিং এর কারণে চরম বিড়ম্বনা পোহাতে হয় এ রোডে চলাচলকারী বাস, পরিবহনের উঠা-নামারত যাত্রী সাধারণের। ইজিবাইক সংলগ্ন জায়গায় ঐতিহ্যবাহী পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়, তার কিছু দুরেই রয়েছে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাশেই অবস্থিত দুটি ক্লিনিক, স্কুল থেকে ২শ মিটার দুরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, রাস্তার পাশে রয়েছে অসংখ্য ছোটবড় দোকান। স্কুল গুলোতে ছোট ছোট কমলমতি ছেলে মেয়েরা লেখাপড়া করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এসব স্ট্যান্ডের কারণে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারসহ যাতায়ত করতে হচ্ছে। এসময় ঘটছে ছোটবড় সড়ক দুর্ঘটনা। যে যানবাহনগুলো চলে সেগুলোর নেই কোন ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, চালকের কোন প্রশিক্ষণ। এখানে স্ট্যান্ড গুলো চলে মাশোহারার মাধ্যমে উপরি মহলকে নগদ নারায়ণে সন্তুষ্ট করে। দাপটের সাথে সরকারী জায়গা অবৈধ দখল করে গড়ে তুলেছে এধরনের অবৈধ স্ট্যান্ড। ৫টি স্ট্যান্ডের জন্য জ্যামে পড়ে নাকাল হতে হয় সাধারণ যাত্রী সাধারণের। আর বেপরোয়া অবৈধ যন্ত্র দানবগুলো চালানোর কারণে ঘটে চলেছে দুর্ঘটনা। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ড্রাইভারসহ স্থানীয় এলাকাবাসীর দাবী যাতে দ্রুততার সাথে ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসকল অবৈধ যানবাহনের স্ট্যান্ড সরিয়ে সাধারণের চলাচলে ও হয়রানি বন্ধ হয় তার ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)