ডিএমপি কমিশনারের ঘোষণার পর দৃশ্যপট বদলে যাচ্ছে

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঘোষণার পর প্রথম দিনেই রাজধানীতে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে।

এরই মধ্যে সড়কের গুরত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে বিএনসিসি ও রোভার স্কাউট মাঠে নেমেছে। তারা যানজট নিয়ন্ত্রন ও পথচারীদের সড়ক পারাপারে সহায়তা করছে।

রাজধানীর জ্বালানি স্টেশনগুলোতে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রির ঘটনাও কমে এসেছে। জ্বালানি স্টেশনগুলোতে মোটরসাইকেলের চালকদের হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। তবে বিচ্ছিন্নভাবে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে তেল বিক্রির ঘটনা ঘটেছে।

পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ি রাজধানীর কয়েকটি রুটে লেগুনাও চলেনি। হেলমেট ছাড়াই তেল বিক্রি: হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশনা দেওয়ার পরও হেলমেটবিহীনদের কাছেই জ্বালানি তেল বিক্রি করছে ঢাকার কিছু পাম্প। বুধবার ঢাকার অধিকাংশ পাম্পে পুলিশের নির্দেশনা কড়াকড়িভাবে পালন ও এ সংক্রান্ত ব্যানার-ফেস্টুন টাঙানোর দৃশ্য দেখা গেছে।

তেজগাঁওস্থ ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীস্থ ক্লিন ফুয়েল পাম্প, সিটি ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনসহ বেশকিছু পাম্পে দেখা যায়, খুব কড়াকড়িভাবে নির্দেশনা পালন করা হচ্ছে, নির্দেশ লেখা একাধিক ব্যানারও টাঙানো ছিল।

তবে দুপুর ৩টার দিকে মৎস্যভবন সংলগ্ন রমনা পেট্রোল পাম্পে দেখা যায় হেলমেট ছাড়া একজন যুবককে তেল দিচ্ছেন বিক্রয়কর্মী আশরাফুল। পুলিশের নির্দেশাবলী স্মরণ করিয়ে দিলে আশরাফুল বলেন, হেলমেট ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা আমার জানা নেই। তবে এখন জেনেছি, আর দেয়া হবে না। মুগদায় শান্ত ফিলিং অ্যান্ড রি-ফুয়েলিং স্টেশনে বেশ কয়েকটি মোটরসাইকেলে চালকের হেলমেট ছাড়াই তেল বিক্রি করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় বিএনসিসি ও রোভার স্কাউট: ডিএমপি কমিশনারের ঘোষণা অনুযায়ি গতকাল রাজধানীর গুরত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে মাঠে নামে ৩২২ জন বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্য। তারা সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন।

গতকাল মিরপুর ১০ নম্বর গোলচত্ববরে দেখা যায়, বিএনসিসি’র সদস্যরা সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে যানবাহন পারাপার নিয়ন্ত্রন করছেন। পথচারীরা ওভারব্রিজ ছাড়াই সড়ক পারাপারের চেস্টা করলে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। বিএনসিসি’র উর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলা মোটর মোড়ে ট্রাফিক সিগন্যালে বিএনসিসি’র সদস্যদের দেখা যায়, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে হাত তুলে একদিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে নিউ ইস্কাটন রোডের দিকে যানবাহন চলাচল খুলে দেয়। এসময় বেশ কয়েকজন পথচারী সড়ক পারাপারের চেস্টা করলে, তাদেরকে ওভারব্রিজ দিয়ে পারাপার হওয়ার নির্দেশ দেন তারা। লেগুনা বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে: রাজধানীতে লেগুনা বন্ধ করে দেয়ার নির্দেশনার পর গতকাল বেশ কয়েকটি রুটে চলাচল বন্ধ ছিল। ফার্মগেট-নিউমার্কেট, ফার্মগেট-মোহাম্মদপুর রুটে লেগুনা চলেনি। হঠাৎ করে লেগুনা বন্ধ হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েন। এছাড়া মিরপুর, মহাখালী, উত্তরা, রামপুরা, গুলিস্তান, যাত্রাবাড়ী, বাড্ডা এলাকায়ও লেগুনা কম চলাচল করেছে।

বাসে চালক-সহকারীর ছবি ঝুলানো হয়নি: প্রতিটি বাসে চালক ও তার সহকারীদের ছবি টানাতে মালিকদেরকে নির্দেশ দেয়ার পরও গতকাল সিটি সার্ভিসে চলাচলকারী বাসে এরকম ছবি টানানো হয়নি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)