কালিগঞ্জে নকল প্রসাধনী তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর কারাদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি :

কালিগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী তৈরির অপরাধে মুরশিদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ কারাদণ্ড প্রদান করেছে এবং বিভিন্ন প্রকার উপকরণ সহ মালামাল বিশিষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে। থানার উপ-পরিদর্শক নেওয়াজ মোহম্মদ খান জানান বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ওই নকল প্রসাধনী তৈরিকারী ব্যবসায়ীর বাড়ি থেকে নকল ডিটারজেন্ট পাউডার তৈরির গুড়া।ফাস্ট সুপার ষ্টেট তৈরির জেলি ও ৫ থেকে ৭ শত খালি প্যাকেট এবং ফেস ওয়াশ তৈরির জন্য কেম্যিকেল ও বিভিন্ন ধরনের ৮ থেকে ৯ হাজার খালি প্যাকেট।চক পাউডার ও পাৎ করার মেশিন সহ রুলিং মেশিন এবং বিভিন্ন ধরনের সিল উদ্ধার করেন।পরবর্তীতে নকল প্রসাধনী তৈরির মালামাল ও তৈরির বিভিন্ন সারঞ্জম রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারদন্ড ও উদ্ধারকৃত নকল সারঞ্জম সহ মালামাল বিনিষ্ট করার নির্দেশদেন তিনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)