কালিগঞ্জে এস এস সি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত -২৭

এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জে এস.এস.সি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায়  এস.এস.সি তে মোট পরীক্ষার্থী ২ হাজার ২ শত ১১ জন, দাখিল পরীক্ষায় ৬শত ৩৮ জন এবং ভোকেশনালে ১শ ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। বাংলা ও কোরআন মাজিদ পরীক্ষায় মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১ম দিনে অনুপস্থিত ছিলেন ২৭ জন পরীক্ষার্থী। মুল পরীক্ষা কেন্দ্র কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, উপকেন্দ্র পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র দুটিতে মোট পরীক্ষার্থী ১০৫৬ ও ভোকেশনাল বিভাগে পরীক্ষাথী ১৯৯ জন, নলতায় মুল কেন্দ্র নলতা মাধ্যমিক বিদ্যালয় ও উপকেন্দ্র নলতা বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থী ৬৭৩, চাম্পাফুলে চাম্পফুল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ৪৮২। কালিগঞ্জ নাসরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯১, এবং নলতা আহছানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ২৪৭। পরীক্ষা কেন্দ্র গুলিতে পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার। এসময়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু উপস্থিত ছিলেন। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিব ছিলেন প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, তদারকি কর্মকর্তা উপজেলা উপ-উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে সচিব এর দায়িত্ব পালন করেন রতনপুর তারকনাথ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু, তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, নলতা কেন্দ্রের কেন্দ্র সচিব নলতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, তদারকি কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কেন্দ্র সহকারী সচিব নজরুল ইসলাম, তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, চাম্পাফুল স্কুল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব চাম্পাফুল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, এই কেন্দ্রে তদারকি কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, কালিগঞ্জ নাসরুল উলুম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মাদ্রাসার সুপার আব্দুর রহমান, কেন্দ্রে তদারকি কর্মকর্তা ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, নলতা মাদ্রাসা কেন্দ্রের তদারকি কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার সাইফুল ইসলাম। উপজেলা‘র ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি মাদ্রাসার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)