কলারোয়া পাইলট হাইস্কুলের উদ্যোগে আনন্দ র‌্যালী

জুলফিকার আলী,কলারোয়া:

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলকে শিক্ষা মন্ত্রণালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ-উল্লাস করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে স্কুলটি। এসময় শিক্ষার্থীরা আতশবাজি ও আবিরের রং-এ মেতে ওঠে। ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। পরে স্কুল চত্বরে আয়োজিত এক আনন্দ সভায় শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। নেচে-গেয়ে সরকারি হওয়ার মুহুর্তটি উপভোগ করেন তারা। তাদের সাথে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরা ও এলাকার সুধিজনেরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন-শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান দিয়ে র‌্যালীতে অংশ নেয়া সকল শিক্ষক-শিক্ষার্থীরা। সাথে মিষ্টি বিতরণও করা হয়। এর আগে, গত ২১মে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১৮.০০২.১৭ (অংশ-২)-৬০৪ নং স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ্যমিক শাখা-৩) থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলটি সরকারি করণের ঘোষণা দেয়া হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)