কলারোয়ায় মাদরা সীমান্তে নারী ও শিশুসহ ৩ জন আটক!

সাতক্ষীরার কলারোয়ায় বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় মাদরা সীমান্তে ২ নারী ও শিশুসহ ৩ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি।

শনিবার বিকালে মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলাম জানান- বাগেরহাট জেলার স্বরণখোলা থানার উত্তর সোনাতলা গ্রামের সুজন মিয়ার স্ত্রী খালেদা আক্তার (২৫), একই জেলার মোড়লগঞ্চ থানার বাড়ইখালী গ্রামের আসাদ শেখের স্ত্রী মুন্নী বেগম (২৪) ও তার ২বছরের শিশু মেয়ে আরিফাকে সাথে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা তাদের সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামস্থ শ্মশান নামক মেইন পিলার ১৩/৩ এস এর ১০ আরবি’র জিরো পয়েন্টে শনিবার দুপুরে আটক করেন।
পরে তাদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি আটক করে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান,  বিজিবি ২ জনের বিরুদ্ধে থানায় ১৯৭৩ সালের বিশেষ ক্ষমতা পাসপোর্ট আইনে একটি মামলা নং-(৩৩) ৩০/৬/ ১৮ দায়ের করেন এবং বাকি ১জন শিশু হওয়ায় মামলা থেকে রেহায় দেয়া হয়েছে। আটকদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)