কলারোয়ায় ক্রিকেটার বাছাইয়ের লক্ষ্যে অনুর্দ্ধ-১৪ ক্রিকেট লীগ শুরু

কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় তৃণমূল থেকে ক্ষুদে ক্রিকেটার বাছাইয়ের লক্ষ্যে অনুর্দ্ধ ১৪ ক্রিকেট লীগ শুরু হয়েছে।

শুক্রবার কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় কলারোয়া জিকেএমকে পাইলট হাউস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাটকলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম লাভলু, সাজু হালদার, রবিউল ইষরাম, নাজমুল হাসনাঈন শিলন প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কলারোয়া লায়ন ও সুপার কিং দল।

টসে জিতে কলারোয়া সুপার কিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে। দলের পক্ষে মিরাজ ৫৯ ও অলোক ৩৬ রান করে। কলারোয়া লায়নের পক্ষে হেলাল ২টি উইকেট লাভ করে।

জবাবে ১৫৫ রানের লক্ষে খেলতে নেমে লায়ন ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দলের পক্ষে মুন্না ৪৫ ও তারেক ৪১ রান করে। সুপার কিং এর পক্ষে আনামুল ৩টি উইকেট লাভ করে।
ফলে ৪ উইকেটে জয়লাভ করে লায়ন।

খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন নাহিদ হাসান ও সাজেদুর করিম তপু।

স্কোরের দায়িত্বে ছিলেন অমিত হোসেন তমাল ও নুরজ্জামান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)