আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক দু’দিনের রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দু’দিনের এ প্রশিক্ষণ শেষ হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আশাশুনি সদর ও কাদাকাটি ইউনিয়নের ৫৫ জন ইউপি সদস্যের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। কোর্স পরিচালনা করেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।

অনুষ্ঠানে ইউএনডিপি প্রতিনিধি রাজু জবেদ, প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, গ্রাম আদালত সহকারী মহেষ চন্দ্র মন্ডল ও ছন্দা রানী মন্ডল প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বিকল্প বিরোধ নিস্পত্তি, গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার মুল্যবোধ ও গ্রাম আদালত, জেন্ডার, শিখন ভিডিও প্রদর্শন, ফৌজদারী ও দেওয়ানী মামলার কেসের ওপর মকট্রায়াল প্রস্তুতি প্রভৃতি বিষয়ক নিয়ে আলোচনা করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)