সোহাগ হোসেনঃ
কেউ এক পশলা বৃষ্টির আশায় বসে থাকে ভিজবে বলে, আবার কেউ আকাশে মুখ তুলে থাকে বৃষ্টি হলে আজ রোজগার বন্ধ। টানা বর্ষণের ফলে সবচেয়ে বেশী সমস্যায় পড়েন খেটে খাওয়া দিনমজুরা। গত শুক্রবার থেকে অবিরাম বৃষ্টি ঝরছে। কখনো হালকা আবার কখনো মুষলধারে। শ্রম নির্ভারশীল মানুষগুলো হচ্ছে বিপাকগ্রস্ত। বৃষ্টির কারনে নিজ কর্মস্থলে যেতে পারছেনা লোকজন। ক্ষেতখামারে কাজ করতে পারছে না কৃষকেরা। যাদের দুই হাতের উপার্জনে সংসার চলে তারা পড়েছেন চরম বিপাকে। পরিবারের সকলের খাবার যোগাতে কিছু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে উপার্জনের জন্য বাড়ী থেকে বের হচ্ছেন। কেউ বা যেয়ে পাটের আঁশ ছাড়াচ্ছেন। মোবারেক শেখ নামের এক দিনমজুরের সাথে কথা বলে জানা যায়, সে গতকাল দুপুরে খেয়েছেন আর এখনো খায়নি। তার পরিবারে ছয়জন সদস্য। ছোট বাচ্ছাও আছে। কোন রকমে চিড়া আর পানি খেয়ে বেঁচে আছেন। বাধ্য হয়ে টানাবর্ষের মধ্যে দিয়ে কাজ করতে এসেছেন। জামাল নামে এক ভ্যান চালক জানান, মুষলধারা বুষ্টির কারনে লোকজন বাইরে আসেনা। তাই ঘরে বসে থাকা ছাড়া কোন কাজ নেই। একজন মুদি দোকানী জানান, কোন ক্রেতা নেই। বৃষ্টির কারনে সব ভেসে গেছে। বৃষ্টি দীর্ঘ স্থায়ী হলে বেচাকেনা আরও কমে যাবে বলে জানান।
WOW just what I was searching for. Came here by searching for %keyword%
Hurrah! At last I got a blog from where I know how to really obtain useful information concerning my study and knowledge.
hair bundles https://www.youtube.com/watch?v=koiFnDsfNPU Identiquement Constamment JE SUIS TRES CONTENTE D ACHETER CHEZ EUX
Lovely just what I was looking for.Thanks to the author for taking his clock time on this one.