কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সীমান্তে বিজিবির কাছে এক বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। সীমান্তের বিপরীতে ভারতের কালানচী বিএসএফ ক্যাম্পে আটক সালমান খান নামে এক ওই বাংলাদেশিকে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার গোলালপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। সালামান খান (৩০) যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল এলাকার বড়আঁচড়া গ্রামের আল্লামা ইকবল হোসেনের ছেলে। কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার মহসিন আলী জানান, শনিবার সকালে সালমান খান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কালানচি বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় ওই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে বাংলাদেশের চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পে পত্র প্রেরণ করেন। সোমবার বেলা ১১ টার দিকে গোয়ালপাড়া সীমান্তের মেইন পিলার ১৭/৭ আর এস এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে ফেরত দেয়। পরে বেলা ৩ টার দিকে তাকে থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।
Into YouTube video embed script you can also give parameters in accordance to your hope like width, height or even border colors.
I loved as much as you’ll receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this hike.
Very well written post. It will be helpful to anyone who utilizes it, including yours truly . Keep up the good work for sure i will check out more posts.